• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকায় পোশাক খাত পরিদর্শনে ইউরোপীয় প্রতিনিধি দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৭, ২০:৫০

তৈরি পোশাক খাতের শ্রমমান এবং কারখানা ও ভবনের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে ইউরোপীয় পার্লামেন্টের ৪সদস্যের প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকায় এসেছে।

বিজিএমইএ সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইউরোপীয় পার্লামেন্টের এমপি জিন ল্যাম্বার্ট প্রতিনিধিদলের নেতৃত্বে অপর সদস্যরা হচ্ছে রিচার্ড হাওইট, ইভেন স্টিফেন্স এবং সাজাদ কারিম।

তিন দিনের সফরে তারা বিজিএমইএ ছাড়াও আলোচনা করবেন ট্রেড ইউনিয়ন, অ্যাকর্ড, আইএলওর প্রতিনিধিদের সঙ্গে।

সফরকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। এ ছাড়াও প্রতিনিধি দলের সদস্যরা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পোশাক শিল্পের মালিক, শ্রমিক, আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাংলাদেশে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি উঠে আসবে বলে জানা যায়।

রানা প্লাজা ধসে প্রায় ১১শ’ শ্রমিক নিহত হওয়ার পর কারখানার ভবনের নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তা এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh