• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পায়রা বন্দরের উদ্বোধন শনিবার

অনলাইন ডেস্ক
  ১২ আগস্ট ২০১৬, ১৭:৫৬

নবনির্মিত দেশের তৃতীয় সমুদ্র বন্দর ‘পায়রা'য় স্বল্প পরিসরে পণ্য খালাস শুরু হবে শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন।

এ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং পায়রা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন সাইদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় বন্দরে উপস্থিত থাকবেন।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, পায়রা বন্দরের বহির্নোঙ্গর এবং রাবনাবাদ চ্যানেলের মুরিং বয়াতে জাহাজ মুরিং করে মালামাল খালাসের মাধ্যমে অপারেশন কাজ শুরু হবে। এরই মধ্যে চীন থেকে প্রথম বাণিজ্যিক জাহাজ ‘এম ভি ফরচুন বার্ড’ ৫৩ হাজার মেট্রিক টন পাথর নিয়ে বহির্নোঙ্গরে অবস্থান করছে। এসব পাথর পদ্মা সেতু তৈরি কাজে ব্যবহার করা হবে। এছাড়া মালয়েশিয়া ও ভারত হতে আরও দু’টি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে আসার অপেক্ষায় আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় লালুয়া ইউনিয়নে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা বন্দরের ভিত্তিফলক উন্মোচন করেন।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh