• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঊর্ধ্বমুখী সূচকে রেকর্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০১৭, ২১:১৮

সপ্তাহের চতুর্থ দিনে ঊর্ধ্বমুখী সূচকে রেকর্ড তৈরি করেছে। ১১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৬ দশমিক ৩০ পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। গেলো দিনের তুলনায় লেনদেন হয়েছে ১ হাজার ২৯০ কোটি ৩৮ লাখ টাকা। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির।

টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। এদিন কোম্পানির ৪৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর আছে- লঙ্কাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, বেক্সিফার্মা, আইএফআইসি ও ইউসিবি।

অপর শেয়ারবাজার সিএসইতে সূচক ২৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১০ হাজার ৭৯১ দশমিক ৩২ পয়েন্টে। লেনদেন হয়েছে ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন ছিল ৯৪ কোটি ৬ লাখ টাকা।

এছাড়া লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh