• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জুতায় বাংলাদেশি পতাকা : প্রতিবাদে বাধ্য হলো সরাতে

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ মার্চ ২০১৭, ২০:২৭

বাংলাদেশের পতাকা ও মানচিত্রের ছবি দিয়ে বিভিন্ন ধরনের জুতা বানিয়ে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স ভিত্তিক মার্কিন প্রতিষ্ঠান জাজল।

এ নিয়ে নিন্দার ঝড় ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন ফেসবুকে। সামনে মহান শহীদ দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রতিষ্ঠান জাজল এ বিজ্ঞাপন দিয়েছে।

তবে বাংলাদেশের মানুষের প্রতিবাদের মুখে ওয়েবসাইট থেকে পণ্য সরিয়ে নিতে বাধ্য হয়েছে জ্যাজল। গেলো শুক্রবার রাতের পর থেকে জ্যাজলের ওয়েবসাইটে জুতাগুলো দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশে পতাকার রঙে অন্য সামগ্রীগুলো রয়েছে।

বাংলাদেশের পতাকা নিয়ে এ নোংরা ব্যবসার জন্য ক্ষুব্ধ হয়ে পড়েছে বাংলাদেশের মানুষ। তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

সম্প্রতি ভারতের জাতীয় পতাকা নিয়ে কিছু পণ্যের বিজ্ঞাপন দিয়েছিল অ্যামাজন। নানা প্রতিবাদের মুখে পরে অ্যামাজন তা সরিয়ে নিতে বাধ্য হয়।

আর/এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh