• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করবে বেঙ্গল সোলার

আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২০, ১৩:২৭
সোলার প্লান্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদে সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করবে বেঙ্গল গ্রুপের মালিকানাধীন বেঙ্গল সোলার। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বেঙ্গল সোলারকে এ দায়িত্ব দিয়েছে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি দুই বছর পর আবারও গতি পেল।

২০১৯ সালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বিশ্ববিদ্যালয়ের ৭২টি ভবনের ছাদে সোলার স্থাপনের প্রস্তাব দেয়। এর আগেও বিভিন্ন সরকারি সংস্থা এ প্রকল্প হাতে নিয়ে ব্যর্থ হয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদুৎ উৎপাদন প্রক্রিয়া দ্রুত করতে ডিপিডিসিকে চিঠি দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হক এ প্রকল্প সমন্বয় করবেন। বার্তা সংস্থা ইউএনবিকে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ৭২টি ভবনে ৫ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে।

ডিপিডিসির প্রধান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, খুব শিগগির উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে আমরা ত্রিপক্ষীয় সভা শেষ করেছি। সেই সাথে স্পন্সর প্রতিষ্ঠানকে প্রকল্পের সব ডাটা সরবরাহের অনুরোধ জানিয়েছি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের শেষ নাগাদ মোট বিদ্যুৎ শক্তির ১০ ভাগের যোগান দেয়া হবে সৌর শক্তি থেকে। বর্তমানে দেশে সোলার থেকে ৪৫০ মেগওয়াটের নিচে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যেখানে মোট উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ২৩ হাজার মেগওয়াট।

এমএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যখন শুরু হবে মঙ্গল শোভাযাত্রা
ঢাবিতে ঈদের জামাত সকাল ৮টায়
যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের নিয়োগ স্থগিত
ঢাবির কোয়ার্টার থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
X
Fresh