• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৫ হাজার ২শ’ কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৭, ১৩:৪৩

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন ৭ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। জানালেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি’র সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

নতুন অনুমোদন দেয়া এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ২শ’ ৩৮ কোটি ৫৪ লাখ টাকা।

মুস্তফা কামাল বলেন, একনেকের সভায় নতুন ৭টি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রকল্পের অনুমোদন দেন। প্রকল্পগুলোর মধ্যে ৬টি নতুন এবং একটি সংশোধিত।

তিনি বলেন, অনুমোদন দেয়া প্রকল্পগুলোতে ব্যয় ৫ হাজার ২শ’ ৩৮ কোটি ৫৪ লাখ টাকার মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় করা হবে ৩ হাজার ৪শ’ ৫৫ কোটি ৪৮ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৫ কোটি ৯০ লাখ টাকা। এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৭শ’ ২৭ কোটি ১৬ লাখ টাকা।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh