• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাট মেলার পর্দা নামছে সোমবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মার্চ ২০১৭, ১৯:৩৬

পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর লক্ষ্যে চলমান পাটপণ্যের মেলার পর্দা নামবে সোমবার। প্রথমবারের মতো উদযাপিত জাতীয় পাট দিবস উপলক্ষে গেলো বৃহস্পতিবার ২ দিনব্যাপী এ মেলা শুরু হয়। গেলো বৃহস্পতিবার পাট দিবস উপলক্ষে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের দিন শনিবার পর্যন্ত মেলা চালু রাখার কথায় তা ১ দিন বাড়ে। পরে ক্রেতা-দর্শনার্থীদের দাবির মুখে এ মেলা আরো ২ দিন বাড়ানো হয়। ফলে ২ দিনের মেলা ৫ দিনে রুপ নেয়। যা সোমবার শেষ হবার কথা রয়েছে।

পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’এ মেলার আয়োজন করে। মেলায় পাটপণ্যের ৬১টি স্টল রয়েছে।

মেলায় পাটের জুতা, শতরঞ্জি, শপিং ব্যাগ, লেডিস ব্যাগ, ট্রাভেল ব্যাগ, শাড়ী, কোট, বাচ্চাদের ড্রেস, পাটের চা, সুতা, বিছানার চাদর, কুশন, ফাইল ফোল্ডার, ছবির ফ্রেম, শো পিস, বেড কভার, কুশন কভার, শাড়িসহ শো-পিস এবং গৃহস্থালি কাজে ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলছে। মেলা কোনো প্রবেশমূল্য ছাড়াই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এমসি/এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh