• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উত্তরায় সরিয়ে নেয়া হবে বিজিএমইএ কার্যালয়

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ মার্চ ২০১৭, ১৮:১৬

৬ মাসের মধ্যেই তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ’র কার্যালয় হাতিরঝিল থেকে উত্তরায় সরিয়ে নেয়া হবে। জানালেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।

রোববার বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সিদ্দিকুর রহমান বলেন, আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তাই যতো দ্রুত সম্ভব কার্যালয়টি সরিয়ে উত্তরায় নেয়া হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৩ সদস্যের আপিল বিভাগ বিজিএমইএ ভবন ভাঙতে ৬ মাস সময় দিয়েছেন। কার্যালয় সরাতে ৩ বছর সময় চেয়ে বিজিএমইএ’র করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গেলো ৬ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিজিএমইএ ভবন সরানোর জন্য ঢাকার উত্তরায় উপযুক্ত জমি নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালতের রায় মোতাবেক সব কাজ হবে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh