logo
  • ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫ আশ্বিন ১৪২৭

বেঙ্গল সিমেন্ট একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে: আলহাজ্ব মোরশেদ আলম

  নোয়াখালী প্রতিনিধি,  আরটিভি নিউজ

|  ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫ | আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১
Alhaj Morshed Alam
ছবিতে আলহাজ্ব মোরশেদ আলম।
পণ্যর গুণগত মান, সময়মতো সরবরাহ ও সুষ্ঠ বিপণনের মধ্যদিয়ে সিমেন্ট জগতে বেঙ্গল সিমেন্ট একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতে এ ধারা অব্যাহত রেখে এ সিমেন্ট দেশের এক নম্বর হিসেবে স্থান করে নেবে। বললেন নোয়াখালী-২ এর সংসদ সদস্য, বেঙ্গল গ্রুপ ও আরটিভি চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর চৌমুহনীতে বেঙ্গল সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মেসার্স মাহির ট্রেডাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেসার্স মাহির ট্রেডাসের স্বত্বাধিকারী মনির হোসেন বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্ট লি: এর চীফ অপারেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানি, নোয়াখালী পৌর মেয়র আলহাজ্ব সহিদ উল্যাহ খান সোহেল, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলসহ জেলা রড, সিমেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দ।

এর আগে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ফিতা কেটে ও কেক কেটে বেঙ্গল সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মেসার্স মাহির ট্রেডাসের শুভ উদ্বোধন করেন।

এনএম/এম 
 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অর্থনীতি এর সর্বশেষ
  • অর্থনীতি এর পাঠক প্রিয়