• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রেকর্ড গড়েছে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন

আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৫
A few mobile banking services
কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবা

করোনাভাইরাসের এই সংকটময় সময়ে মোবাইল ব্যাংকিং লেনদেন বেড়েছে। দেশের সর্বত্র টাকা পাঠানোর সুবিধার কারণে মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। জুলাই মাসে ৬০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। অন্যদিকে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ২৫ লাখ।
বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) সম্প্রতি পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশে মোট ১৫টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত আছে। ২০২০ সালের জুলাই মাস শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়ায় ৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজারে। যা প্রতিনিয়ত বাড়ছে। মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩ হাজার ৫ জনে।

গেল জুলাইয়ে মোট ৩১ কোটি ৪ লাখ ৪২ হাজার ৩৮০টি লেনদেনের মাধ্যমে ৬২ হাজার ৯৯৯ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে দুই হাজার ৩২ কোটি ২৪ লাখ টাকা। মাসজুড়ে মোবাইল ব্যাংকিং হিসাবগুলোতে টাকা জমা পড়েছে ১৭ হাজার ৫৮ কোটি টাকা। এ সময়ে উত্তোলন করেছে ১৯ হাজার ১৪৬ কোটি টাকা।

এ বিষয়ে এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ'র হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার জানান, কয়েকটা কারণে মোবাইল ফাইন্যান্সের লেনদেন বেড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা ব্যবসা-বাণিজ্য খোলা, ঈদকেন্দ্রিক কেনাকাটার লেনদেন ও সরকারের বেশ কিছু পদক্ষেপের কারণে লেনদেন বেড়েছে।

উল্লেখ্য, বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে শুধু লেনদেন নয়, যুক্ত হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবা মূল্য পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা প্রদান, বিদেশ থেকে টাকা পাঠানো অর্থাৎ রেমিট্যান্স প্রেরণসহ বিভিন্ন সেবা।

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ৪১ হাজার ৫৮৩ কোটি টাকা

জিএ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন রেকর্ডে ট্রেবলের পথে লেভারকুসেন
নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁস
‘রেকর্ড স্টোর ডে’তে এবারও বিশেষ আয়োজন
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
X
Fresh