• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুই ঘণ্টায় ৪০০ কোটি টাকা ছাড়াল ডিএসইর লেনদেন

আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫
One hundred crore rupees in half an hour of DSE transactions

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার লেনদেনের শুরুতে প্রধান মূল্য সূচকের উত্থান হয়েছে। আজ ডিএসইতে দুই ঘণ্টায় ৪০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।পাশাপাশি দুই শেয়ারবাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

লেনদেনের প্রথম ৩০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির। আর ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২৪ কোটি ৫৪ লাখ টাকা।

অপরদিকে চট্টগ্রাম শেয়ারবাজারের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেয়া ৭৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ২১টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টির এবং লেনদেন হয়েছে এক কোটি ৭৯ লাখ টাকা।
পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
মোবাইলে প্রতিদিন ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ মার্চ)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৫ মার্চ)
X
Fresh