• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জামালউদ্দিনকে সরিয়ে জনতা ব্যাংকে নতুন চেয়ারম্যান

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২০, ২৩:১১
জামালউদ্দিনকে সরিয়ে জনতা ব্যাংকে নতুন চেয়ারম্যান
ফাইল ছবি

ড. জামালউদ্দিনকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম মাহফুজুর রহমানকে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) উপ-সচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এস এম মাহফুজুর রহমান ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের(আইসিবি) চেয়ারম্যান ছিলেন।

জানা যায়, জামালউদ্দিন আহমেদকে গেল বছরের ২৮ আগস্ট তিনবছরের জন্য জনতা ব্যাংক চেয়ারম্যান করা হয়। পরে ১১ মাসের মাথায় তাকে সরিয়ে দেয়া হলো। একটি বিদ্যুৎ প্রকল্পের ঋণ প্রস্তাবে জামালউদ্দিন আহমেদ নিজেই পরিচালক হিসেবে ছিলেন। এনিয়ে আপত্তি উঠলে তিনি পরিচালক পদ থেকে সরে আসেন। জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালক ছিলেন। ওই সময়েও তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনতা ব্যাংকের ভল্ট থেকে উধাও ৫ কোটি টাকা, গ্রেপ্তার ৩
রাষ্ট্রায়ত্ত চারটিসহ ৯ ব্যাংক রেড জোনে
সুখবর নিয়ে এলো জনতা ব্যাংক, নতুন দুই স্কিম
জনতা ব্যাংকে অফিসার পদে বিশাল নিয়োগ, আবেদন শেষ ২৬ জানুয়ারি
X
Fresh