• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২০, ১২:০৮
Raw pepper, price, double century
কাঁচা মরিচ।

দেশে হঠাৎ করেই বেড়েছে কাচা মরিচের দাম। রাজধানীতে এই অবস্থা আরও করুন। দেশি কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, বন্যায় মরিচ খেত ডুবে গেছে। গাছ পচে যাওয়ায় এখন মরিচের সাপ্লাই কম। এ কারণে মরিচের বাড়তি দাম। আজ ২৫ জুলাই সকালে দেখা যায় রাজধানীর বিভিন্ন বাজারে করুন চিত্র।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুর, টাউনহল, রামপুরা, রায়ের বাজার, মালিবাগ, শ্যামলী, শান্তিনগর, বনশ্রী, খিলগাঁও বাজারে প্রতিকেজি কাঁচা মরিচের দাম ২০০ টাকা। আর ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, দেশে এখন বন্যা। এজন্য মরিচ কম আসছে। তাই দাম বেড়ে গেছে। আরও বাড়তে পারে।

তবে ক্রেতাদের কেউ কেউ বলছেন, দেশে কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হলেই সবজির দাম হুট করে বাড়ে।

আবু সায়িদ নামের এক ক্রেতা বলেন, বন্যার অজুহাতে শুধু মরিচ না, বিভিন্ন সবজির দাম বেড়েছে।

এ বিষয়ে টাউনহল বাজারের সবজি বিক্রেতা ছাবিরুল বলেন, মরিচের দাম বেশি, এজন্য বিক্রি কম হচ্ছে। লাভও কম। এছাড়া এখনের মরিচ বেশি পচে যাচ্ছে। মরিচ বিক্রি করা লস। তাও সবজির দোকান হিসেবে মরিচ রাখতে হচ্ছে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
রাজধানীর যেসব স্থানে কৃষকের দামে মিলবে তরমুজ
X
Fresh