• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নানা ধরনের ব্যবসার ধারণা দিলেন চট্টগ্রামের তরুণরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩১

নানা ধরণের ব্যবসার ধারণা দিলেন চট্টগ্রামের তরুণরা। তৃতীয় বারের মত আয়োজিত গেট ইন দ্যা রিং-ঢাকা শিরোনামের আয়োজনে এসব ধারণা দেন উদ্যোক্তারা। অনুষ্ঠানের আয়োজক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং ফ্রেড্রিক নাউমান ফাউন্ডেশন।

সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় আয়োজন। দিনভর এ আয়োজনে অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীসহ তরুণ উদ্যোক্তরা। পঞ্চাশটি নতুন ব্যবসার ধারণা ওঠে আসে প্রতিযোগিতায়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন প্রথম আলোর হেড অব বিজনেস(চট্টগ্রাম) শামীমুল হাসান চৌধুরী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নওরীন আফরিন ও এফএনএফ বাংলাদশের প্রোগ্রাম সমন্বয়কারী ওমর মোস্তাফিজ।

দেশব্যাপী এই প্রতিযোগীতাকে ছড়িয়ে দিতে এবছর প্রথমবারেরে মতো ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় বসেছে এই অনুষ্ঠানের আসর। চট্টগ্রামের আয়োজন শেষে ৩ জন প্রতিযোগী ঢাকার চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন। আগামী ১২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত গ্রান্ড ফিনালের মাধ্যমে এই আয়োজনের পর্দা নামবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পাঠক প্রিয়
X
Fresh