লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪০
লক্ষ্মীর মূর্তি জেলের জালে, ঠাঁই হবে কোষাগারে

জেলে পুকুরে মাছ ধরে গিয়ে জালে মাছ না পেলেও লক্ষ্মীর মূর্তি পেয়েছেন। এ নিয়ে লালমনিরহাটের পাটগ্রামে মানুষের মাঝে এক কৌতুহলের জন্ম দিয়েছে। পাটগ্রামে কোটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে মাছ ধরার সময় লক্ষ্মী দেবীর মূর্তি পাওয়া গেছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) মূর্তি বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, উদ্ধার হওয়া লক্ষ্মী দেবীর মূর্তি পিতলের। মূর্তিটি সরকারি কোষাগারে পাঠানো হবে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুকুরে মাছ ধরার সময় মূর্তিটি এক জেলে পায়। বিষয়টি ছড়িয়ে পড়েল সেই জেলে গা ঢাকা দেয়। খবর পেয়ে মূর্তিটি হেফাজতে নেন পুকুরের মালিক মরহুম মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমেদে র ছেলে শামীম হোসেন (৩০)। পরে পাটগ্রাম থানা পুলিশ শামীমের কাছ থেকে সেটি উদ্ধার করে।
আরও পড়ুন :
- মাদরাসার বিদায়ী অধ্যক্ষকে দামী গাড়ি দিলেন শিক্ষার্থীরা
- আমি সহজ সরল মানুষ শাশুড়ির মনে কি ছিল বুঝি নাই: তামিমার স্বামী
- ঘুম থেকে উঠে দেখি বিয়ে শেষ : তামিমার স্বামী (ভিডিও)
পরীক্ষা- নিরীক্ষা করে স্বর্ণাকার জানায়, মূর্তিটি পিতলের তৈরি। প্রায় দেড়শো বছর আগের রাজা বাদশাদের আমলের হতে পারে। ওজন প্রায় ২৬০ গ্রাম বা ৭৭ ভরি।
এফএ