Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ১২ শ্রাবণ ১৪২৮

নাটোরে বিধিনিষেধের সময়সীমা বাড়লো আরও এক সপ্তাহ

নাটোর জেলা

নাটোরের সদর ও সিংড়া পৌর এলাকায় করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় আগামী ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত এই লকডাউন বাড়ানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় আরও ৭ দিনের লকডাউন বৃদ্ধি করা হয়েছে।

বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান প্রমূখ।

সভায় বক্তারা বলেন, মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার অভিযান চালানো হচ্ছে। তারপরও মানুষ সচেতন হচ্ছে না। ফলে করোনা পরিস্থিতির উন্নতিও হচ্ছে না। বরং আরও খারাপের দিকে যাচ্ছে। তাই আগামী ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় দফার বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে নাটোর জেলায় ৪ জনের মৃত্যু হয় এবং ১০১ জনের নমুনা পরীক্ষা

করে ৬১ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২১৬৫ এবং মোট মৃত্যু ৩৮ জন।

এসআর/

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS