বেঙ্গল সিমেন্টের আয়োজনে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত
বেঙ্গল সিমেন্টের আয়োজনে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত
নির্মাণ শিল্পীদের হাত ধরে, বেঙ্গল সিমেন্টের শক্তিতে, এসেছি গড়তে, এসেছি জয় করতে স্লোগানকে সামনে রেখে আজ রোববার বেঙ্গল সিমেন্টের আয়োজনে নির্মাণ শিল্পীদের অংশ গ্রহণে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্মাণ শ্রমিক ও নির্মাণ খাত সংশ্লিষ্টরা অংশ নেন।
আজ রোববার (১০ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্তরায় দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বেঙ্গল সিমেন্টের উত্তরবঙ্গেও সহকারী মহা ব্যবস্থাপক কাজী মুস্তাফিজুর রহমান।
এ অনুষ্ঠানে আরও অংশ নেন, বেঙ্গল সিমেন্টের চাঁপাইনবাবগঞ্জ জেলা টেরিটোরি সেলস ম্যানেজার শাহিন সবুজ, বেঙ্গল সিমেন্টের রিজনের টিএসবিডি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, বেঙ্গল সিমেন্টের ডিলার মা, ট্রেডার্সের মোহাম্মদ বাবলু, মাদার ট্রেডার্সের ফারুক আহমেদ, জেসমিন ইন্টারপ্রাইজের কাউসার উজ জামান, হাজী ট্রেডার্সের ইসমাইল হোসেন সহ অন্যান্যরা।
সম্মেলনে আলোচনা ও প্রশ্ন উত্তর পর্ব শেষে নির্মাণ শিল্পীদের মাঝে রাফেল ড্র অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা।
জিএম