• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo
বকশীগঞ্জে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে গরু বোঝাই ইঞ্জিনচালিত ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই ব্যবসায়ী। নিহত গরু ব্যবসায়ীর নাম শেখ স্বাধীন (৪৫)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দপরপাড়া গ্রামের ভান্ডারী শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বকশীগঞ্জের নঈম মিয়ার হাট থেকে কয়েকটি গরু কিনে ইঞ্জিনচালিত ভটভটিতে করে নিজ বাড়িতে ফিরছিলেন গরু ব্যবসায়ী শেখ স্বাধীন ও অন্যান্য ব্যবসায়ীরা। পথিমধ্যে বগারচর ইউনিয়নের সারমারা পাবলিক মাঠ নামক স্থানে গরু বোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সারমারা বাজারের আশরাফ উদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ স্বাধীনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।  বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হামলা-ভাঙচুরের ঘটনায় ২ আ.লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ সীমান্ত থেকে গভীর রাতে ২১ বাংলাদেশিকে আটক  
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
বকশীগঞ্জে বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত, দেখা দিয়েছে নদীভাঙন
২৭ বছর পর বাড়ি ফিরলেন হারিয়ে যাওয়া শাহীদা
ঢাকার উত্তরায় ৭ বছর বয়সে হারিয়ে ২৭ বছর পর নিজ বাড়ি জামালপুরের বকশীগঞ্জে ফিরলেন শাহীদা বেগম নামে পোশাককর্মী। নানা সংগ্রামের মধ্যদিয়ে জীবন পার করা শাহীদা বাড়িতে ফিরলেও দেখা পাননি বাবা-মার। ৪ বছর আগে বাবা-মা মারা গেলেও শাহীদার সঙ্গে দেখা মিলেছে তার বড় বোন খালেদা বেগমের। দুই বোনের সাক্ষাৎ হওয়ায় যেন নতুন পৃথিবীর সন্ধান পায় বাবা-মা হারা শাহীদা বেগম। ২৭ বছর পর স্বজনদের সঙ্গে দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন শাহীদা বেগম। খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের দিকপাড়া গ্রামের ইব্রাহিম খলিল ১৯৯৭ সালে জীবিকার তাগিদে স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেকে নিয়ে পাড়ি জমায় রাজধানী ঢাকায়। ঠাঁই হয় ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে। সেখানে তার সেজো মেয়ে শাহীদা বেগমও জীবিকার তাগিদে লাকড়ি সংগ্রহের কাজ করতেন। একদিন সকালে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হারিয়ে যান সাত বছরের শাহীদা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি শাহীদাকে।  এরই মধ্যে ঘটে গেছে শাহীদার জীবনে নানান ঘটনা। প্রথমে কুমিল্লা পরে নারায়ণগঞ্জে এক ফায়ার কর্মীর বাসায় গৃহকর্মীর কাজ পান ছোট্ট শাহীদা। সেই থেকে নানা সংগ্রামের মধ্য দিয়ে চলছে তার জীবন। এরমধ্যেই গাজীপুরের কালীগঞ্জের রাজমিস্ত্রি সেলিম মিয়ার সঙ্গে বিয়ে হয় শাহীদার। এই অবস্থায় কেটে গেছে শাহীদার জীবনের ২৭টি বছর। শাহীদা বেগম বারবার তার নিজ ভূমিতে ফেরার চেষ্টা করলেও ঠিকানা ও কারও পরিচয় না-জানার কারণে ফেরা সম্ভব হয়নি। তবে নিজ গ্রাম দিকপাড়া ও থানার নাম বকশীগঞ্জ মুখস্থ থাকায় সেই ভরসা নিয়েই ১৪ এপ্রিল ঢাকা থেকে স্বামী ও একমাত্র কন্যা সন্তানকে নিয়ে রওনা দেন বকশীগঞ্জের উদ্দেশে।   অবশেষে বকশীগঞ্জ শহরে পৌঁছে বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে খুঁজে বের করেন দিকপাড়া গ্রাম। অবশেষে বাড়ি ফিরলেও বাবা-মার সঙ্গে দেখা হয়নি তার। বাবা ইব্রাহিম খলিল ও মা ছাবেদা বেগম পরপারে চলে গেছেন আরও ৪ বছর আগে। বিষয়টি জানাজানি হলে পাশের গ্রাম বোলাকী পাড়া থেকে হারিয়ে যাওয়া বোনকে দেখতে ছুটে আসেন বড় বোন খালেদা বেগম। নিজ বাড়িতে কেউ না থাকায় খালেদার বাড়িতে অবস্থান নেন ২৭ বছর আগে হারিয়ে যাওয়া শাহীদা। এ দিকে বাড়ির সন্ধান পাওয়া ও বড় বোন, দুলাভাই ও ভাগ্নেদের সঙ্গে সাক্ষাৎ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ২৭ বছর পর বাড়ি ফেরায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও খুশির আমেজ বিরাজ করছে। তারাও শাহীদাকে এক নজর দেখার জন্য ভিড় করছেন তার বোনের বাড়ি বোলাকী পাড়ায়।   শাহীদার বড় বোন খালেদা বেগম বলেন, আমরা আমার এই বোনের আশা ছেড়েই দিয়েছিলাম। আবার তার সঙ্গে দেখা হবে, কথা হবে, তার হাত দুটো ধরতে পারব, তা ছিল কল্পনার অতীত। বাড়ি ফেরা শাহীদা বেগম বলেন, জীবনে কল্পনা করিনি আমি নতুন করে আমার বাড়ি ও আত্মীয় স্বজনদের খুঁজে পাব। ২৭ বছর পর ভাই, বোন, আত্মীয়স্বজনদের কাছে পেয়ে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি। মরার পর কবর দেওয়ার মতো মানুষ খুঁজে পেয়েছি এটাই জীবনের বড় পাওয়া। তবে আফসোস থেকে গেল বাবা-মাকে জীবিত দেখতে পারলাম না, এ জন্য।  
রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আইনজীবী নিহত
জামালপুরের বকশীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় গোলাম মোস্তফা আজাদ (৬০) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।  শনিবার (১৩ এপ্রিল) রাত ৮ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা আজাদ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের মৃত সোনা মিয়া চেয়ারম্যানের ছেলে। তিনি শেরপুর জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, পৌর শহরে ব্যক্তিগত কাজ শেষে পৌর শহরের উত্তর বাজার এলাকার নিজ বাসায় ফিরছিলেন আইনজীবী আজাদ। এসময় তিনি মালিবাগ মোড় পার হতে গেলে বিপরীত দিক আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক গোলাপ মিয়াকে বকশীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করেছেন। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান,  ট্রাকের চাপায় আইনজীবী নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঈদে স্ত্রীকে মাংস কিনে খাওয়াতে না পারায় চিঠি লিখে আত্মহত্যা
জামালপুরে ঈদের দিন স্ত্রীকে মাংস কিনে খাওয়াতে না পেরে স্বামী হাসান আলী (২৬) নামের এক যুবক চিঠি লিখে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ এপ্রিল) সকালে জেলার বকশিগঞ্জে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রী রহাসান আলী ওই এলাকার রহমত আলীর ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান হাসান আলী। শুক্রবার স্ত্রী আফরোজা বেগমকে শ্বশুর বাড়ি থেকে আনার কথা ছিল। সকাল  ১১টা পর্যন্ত তিনি শ্বশুর বাড়িতে না যাওয়ায় আফরোজা বেগম নিজেই বাড়ি চলে এস দেখেন ঘরের দরজা বন্ধ। এ সময় ঘরের বেড়ার ফাঁক দিয়ে আফরোজা দেখেন তার স্বামী আড়ার সঙ্গে ঝুলছেন। তার চিৎকারকে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। চিঠিতে হাসান আলী লিখেছে, ‘মা-বাবা তোমরা ক্ষমা করে দিও। আমি মরার পরে আমার বউ বাচ্চাকে দেখে রেখো। আমি জানি আমার বউ আমার সাথে রাগ করছে। ঈদে সবাই গুছ (গোস্ত) খাইছে, কিন্তু আমি বউকে গুছ খাওয়াইতে পারি নাই। আমি আমার বউয়ের মুখ ঈদের দিন বেজার (মন খারাপ) দেখছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আফরোজাকে আমি অনেক ভালবাসি, তাকে ও আমার সন্তানকে দেখে রেখো। স্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, আফরোজা তোমার জীবন স্বাধীন করে দিলাম। তোমার জীবনে কেউ নাই। বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় যুবকের আত্মহত্যা
জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) নামে এক যুবক। শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এ ঘটনা ঘটে।  হাসান আলী বান্দের পাড় গ্রামের রহমত আলীর ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হাসান আলী প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান। আজ শ্বশুরবাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজবাড়িতে আনার কথা ছিল হাসানের। বেলা ১১টা পর্যন্ত শ্বশুরবাড়িতে না যাওয়ায় তার স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলা পাড়া থেকে স্বামী হাসানের বাড়িতে যান এবং ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া হলে  ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়।  এ সময় মরদেহের পাশে একটি চিঠি পেয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ আরও জানায়, ওই চিঠিতে হাসান আলী তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালোবাসেন এবং তাকে দেখে রাখার জন্য নিজ বাবা-মার প্রতি অনুরোধ করেন। পাশাপাশি নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না-পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। তিনি জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১  
জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি মতিন রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুজ্জামান তৌহিদ নামে একজনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের নামা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক মতিন রহমান জানান, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে সদ্য অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর কামরুজ্জামান সুজন ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংবাদ সংগ্রহের জন্য আমরা কয়েকজন গণমাধ্যমকর্মী নামাপাড়া এলাকায় যাই। সংবাদ সংগ্রহ শেষে নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান সুজনের বক্তব্য নিতে গেলে তার সমর্থক ও আত্মীয় স্বজনরা আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। পরে আমার সহকর্মীদের সহযোগিতায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।  এ দিকে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। এ ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক মতিন রহমান। অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে বকশীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি তৌহিদুজ্জামান তৌহিদকে (৪৩) গ্রেপ্তার করেছে। আটককৃত তৌহিদ নামাপাড়া এলাকার আবিরুজ্জামান আক্কাছের ছেলে। বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, সাংবাদিককের ওপর হামলা ও মারধরের ঘটনায় থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। 
বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা
জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি মতিন রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।  হামলায় তাকে বেদম মারপিট ও আহত করা হয়েছে।  আহত সাংবাদিক মতিন রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের নামা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  হামলার শিকার সাংবাদিক মতিন রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সদ্য অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর কামরুজ্জামান সুজন ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  এ সংবাদ সংগ্রহের জন্য আমরা কয়েকজন গণমাধ্যমকর্মী নামাপাড়া এলাকায় যাই। সংবাদ সংগ্রহ শেষে নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান সুজনের বক্তব্য নিতে গেলে তার সমর্থক ও আত্মীয় স্বজনরা আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। পরে আমার সহকর্মীদের সহযোগিতায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।  এ দিকে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, অভিযোগ পেলেই হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।