ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ
পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শিশুসহ চারজন গ্রেপ্তার

ময়মনসিংহে পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ১২ বছরের শিশুসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) নগরের রামবাবু রোডের আলীমন প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজন হলেন- রফিক মিয়া (২০), নুর মোহাম্মদ (৪০) ও শরিফুল ইসলাম।
সন্ধ্যায় ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তার চারজনের কাছ থেকে পর্নোগ্রাফি ব্যবসায়ে ব্যবহৃত কম্পিউটার, মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুক হোসেন বলেন, র্যা ব আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।
এফএ