Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৫ ডিসেম্বর ২০২১, ২০ অগ্রহায়ণ ১৪২৮

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২১, ১২:২০
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১২:৫৮

আলোচিত প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিভূতী বিশ্বাস গ্রেপ্তার

গ্রেপ্তার যুবক

নড়াইলের শোলপুরে আলোচিত প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিভূতী বিশ্বাস ওরফে পাভেল নামের গ্রেপ্তারকৃত যুবক আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত অভিযুক্তকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে আদালতে সোপর্দ করা হলে সে নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় এ তথ্য নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, গত ১৮ আগস্ট রাতে সদর উপজেলার শোলপুর গ্রামে দক্ষিণ পাড়ায় শ্রী শ্রী হরিমন্দিরের হরিচাঁদ ঠাকুর ও শান্তি মায়ের প্রতিমা কে বা কারা ভেঙে ফেলে। এরপরই সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে নাড়া দেয়া স্পর্শকাতর এ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ।

তিনি আরও জানান, এক সপ্তাহ পর এ ঘটনার নায়ক গ্রামের বিভূতী বিশ্বাস পাভেলকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে শনাক্তসহ আইনের আওতায় আনা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেন। পরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে তোলা হলে সেখানে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। তবে সে কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতে তদন্ত অব্যাহত রয়েছে।

এসআর/

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS