নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় সোনারগাঁও জার্নালিস্ট ফোরামের ব্যানারে ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন ঝন্টুর নেতৃত্বে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
উপজেলার নয়াপুরে সোনারগাঁও জার্নালিস্ট ফোরাম কার্যালয় সংলগ্ন ঢাকা বাইপাস সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিশিষ্ট সাংবাদিক, লেখক, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানি, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা বাতিলসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান মানববন্ধনকারীরা।
মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা ঢাকা বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি নয়াপুর থেকে সড়কের বস্তল মোড় হয়ে নয়াপুরে এসে শেষ হয়
আরটিভি/এমকে