• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo
সাংবাদিক হত্যা মামলা, গোলাম দস্তগীর গাজী কারাগারে
যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগরীতে দলের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।  অধ্যাপক মজিবুর রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে শোষণহীন সমৃদ্ধ একটি দেশ প্রাপ্তির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি বলেন, সমাজের নেতারা যদি দক্ষ, সৎ ও খোদাভীরু হয় তাহলে জমিনে আল্লাহ রহমতের ফল্গুধারা বর্ষিত হয়। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম ব্যতিত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রুকনদের কুরআনের রাজ কায়েমের প্রত্যয়ে নিরলসভাবে দ্বীনের কাজ করতে হবে। তিনি আরও বলেন, রুকনদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসেবে উপস্থাপন করতে হবে। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। প্রতিনিয়ত কুরআন হাদীস ও ইসলামী সাহিত্য হক আদায় করে পড়তে হবে। রুকনদের দানের হাতকে প্রসারিত করতে হবে।  বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, রাসুল (সা.) এর সিরাত অধ্যয়নের প্রতি আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বর্তমান বাজারে নতুন নতুন বহু সিরাত গ্রন্থ প্রকাশিত হয়েছে, তা সংগ্রহ করে পড়তে হবে। রুকনদের আত্মগঠনে সচেষ্ট হয়ে পরিবারের কাছে উত্তম আদর্শ হতে হবে।  বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার।  রুকন সম্মেলনের সভাপতি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার বর্তমান পরিস্থিতিতে রুকনদের সংগঠন সম্প্রসারণ, মজবুতি অর্জন, ইউনিট বৃদ্ধি, কর্মী বৃদ্ধিসহ নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীকে গণমানুষের সংগঠনে পরিণত করার আহ্বান জানান।  জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় রুকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন ও মহানগরী কর্ম পরিষদের সদস্যবৃন্দ। আরটিভি/এমকে/এআর  
নারায়ণগঞ্জে মা ও মেয়ে হত্যা, একজনের মৃত্যুদণ্ড
হত্যা মামলায় আরও ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী
ত্বকী হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া অস্ত্র খেয়াঘাটে উদ্ধার 
নারায়ণগঞ্জের বন্দরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে মাঠে শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেছেন তারা। শুক্রবার (৯ আগস্ট) সংগঠনটির বন্দর শাখার উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দর সমরক্ষেত্র মাঠে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন কয়েক শত শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দর শাখার সমন্বয়ক সালমান রহমান এ বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন। সমাবেশে সালমান রহমান শীতলক্ষ্যা নদীর পাড়ে বন্দর ১ নম্বর খেয়া ঘাটে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক এবং নৌকার মাঝিসহ সকল যানবাহনের চালককে আজকের পর থেকে কাউকে চাঁদা না দেয়ার আহ্বান জানান।  কেউ চাঁদাবাজি করতে এলে সবাই মিলে তাকে আটকে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীদের জানানোর অনুরোধও করেন তিনি। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে ন্যায্য ভাড়া নেওয়ার জন্য সকল যানবাহনের চালক ও নৌকার মাঝিদের প্রতি আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দর শাখার সমন্বয়ক। একই সঙ্গে বন্দর উপজেলার যে সব এলাকায় মাদক বেচাকেনা হয় তা বন্ধে ও মাদক বিক্রেতাদের উচ্ছেদে আজ থেকেই অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে ছাত্র সমাজের এই সামাজিক সেবামূলক কাজে সহযোগিতা করতে স্থানীয় সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান সালমান রহমান। শিক্ষার্থীদের এসব পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয়রাও।  সমাবেশে সংগঠনের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরাও বক্তব্য দেন।
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা, মরদেহ উদ্ধার 
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় শিপন মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শনিবার (৩ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  শিপন বন্দর উপজেলার অলিম্পিয়া এলাকার আব্দুল হানিফ মিয়ার ছেলে ও মালার বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। নিহতের মা শিল্পী বেগম জানান, রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি শিপন। দুপুরে স্থানীয়রা লাশ দেখে পরিবারকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল রহিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি মাদক সেবন ও বিক্রি করতো। ধারণা করা হচ্ছে, বন্ধুদের সঙ্গে মাদক ব্যবসার দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে।
অস্ত্র মামলায় নারায়ণগঞ্জে ২ যুবকের ১০ বছর করে কারাদণ্ড
নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় ২ যুবকের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। রোববার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালাউদ্দিন সুইট। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নারায়ণগঞ্জ সদরের মিশনপাড়া এলাকার মো. নাজির হোসেন বাবুলের ছেলে মো. নাজমুল হোসেন (৩১) ও ফতুল্লা পাগলা এলাকার ফজর আলী শেখের ছেলে মো আলামিন (৩০)। এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ২০১৪ সালের ২৩ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা অস্ত্র মামলায় দুজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ব্যাপারে অ্যাডভোকেট সালাউদ্দিন সুইট বলেন, ২০১৪ সালের ২৩ নভেম্বর কেনা-বেচার সময়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা করা হয়। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
বড় ভাইকে না পেয়ে এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ছাত্রদল নেতাকে না পেয়ে তার এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকার নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৮ জুলাই) এমন অভিযোগ করেন গ্রেপ্তার আবু রায়হানের মেজো ভাই গোলাম রহমান সাগর। গ্রেপ্তার আবু রায়হান (১৮) ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি এবার সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।  জানা যায়, ২০২২ সালে তিনি একই স্কুল থেকেই এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। তার বড় ভাই আব্দুল কাদের জিলানী হীরা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের বর্তমান সভাপতি। আবু রায়হানের মেজ ভাই গোলাম রহমান সাগর অভিযোগ করে বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এই অপরাধে ২২ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসে। বাসায় বড় ভাইকে না পেয়ে আমার ছোট ভাইকে রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা তখন তাদের অনেকবার বলেছি, আমার ছোট ভাই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। ও এবার এইচএসসি পরীক্ষা দেবে। তখন পুলিশ বলে, সে এবার এইচএসসি পরীক্ষা দেবে এর প্রমাণস্বরূপ পরীক্ষার প্রবেশপত্র থানায় নিয়ে আসবেন। তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’ গোলাম রহমান আরও বলেন, ‘পরদিন সকালে পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় গেলে আমাদের থানায় ঢুকতে দেওয়া হয়নি। পরে ছোট ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা না দিয়ে ৫৪ ধারায় তাকে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। ২৪ জুলাই আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। কষ্টের বিষয় হলো, আমার ছোট ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরদিন (২৩ জুলাই) বন্দর থেকে বড় ভাই হীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপরও কী কারণে আমার এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তা জানা নেই। ওর তো কোনো দোষ নেই।’ এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করার সুযোগ নেই।’
জুয়া খেলা নিয়ে দ্বন্দ্ব, গুলিতে যুবক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।  শনিবার (২৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম। নিহত রাকিব হোসেন (২৫) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশের আলী হোসেনের বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন। আলী হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর ও মাদক ব্যবসা চলে আসছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রাকিব হোসেন ওই বাড়িতে জুয়া খেলতে বসেন। একপর্যায়ে ওই গ্রামের মাসুদ এসে রাকিবের কাছে জুয়া খেলার পাওনা টাকা দাবি করে। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুদ রাকিবের বুকে গুলি করে। আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, গুলিতে একজন আহত হওয়ার খবর শুনেছি। বহিরাগত লোকজন এসে জুয়ার খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে। পরে শুনেছি ওই যুবক মারা গেছেন। এ বিষয়ে তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম বলেন, ‘জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দুজনই বহিরাগত। তারা পাশের আড়াইহাজার উপজেলা থেকে এসে এ ঘটনা ঘটিয়েছেন।’
মাদক সেবনের টাকা না দেওয়ায় গৃহবধূকে হত্যা, স্বামী আটক
নারায়ণগঞ্জ উপজেলার বন্দরে কাজলী আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্বামী মাসুম হোসেনকে আটক করেছে পুলিশ।  সোমবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বন্দর ইউনিয়নের উলাক নামক এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত কাজলী আক্তার একই এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে। স্থানীয় লোকজন ও নিহতের মেয়ে জানান, মেয়ের সুখের জন্য কাজলী আক্তারের বিয়ের পর পর এ বাড়ি নির্মাণ করে দেয় তার বাবা। বাবার দেওয়া বাড়িতে প্রথমে স্বামীকে নিয়ে সুখের সংসার থাকলেও স্বামী মাদক সেবন শুরু করলে অশান্তি নেমে আসে। মাদক সেবনের জন্য টাকা না দিলে প্রায়ই মাসুম তার স্ত্রীকে মারধর করতো। আজ সকালে মাদকের জন্য টাকা চাইলে না দেওয়ায় প্রথমে ঝগড়া হয়। পরে ঘরে থাকা বটি দিয়ে কাজলীকে কুপিয়ে হত্যা করে মাসুম। তার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে মাসুমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।’  তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাদক সেবন ও পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’