নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী ফেরিঘাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহের গায়ে ১৬টি ইট বাঁধা ছিল বলে জানিয়েছে তারা। পুলিশের ধারণা, হত্যার পর মরদেহ গুম করতে ইট বেঁধে নদীতে ফেলা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে ধলেশ্বরী নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে বিকেল ৩টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশের পরিদর্শক (এসআই) শহিদুল আলম।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে আমরা মরদেহের সংবাদ পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের গায়ে ১৬টি ইট বাঁধা ছিল। হত্যাকারীরা হয়তো চেয়েছিল মরদেহ ডুবিয়ে দিতে। নিহতের কোনো পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আপাতত আমরা মরদেহ মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।