• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo
আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, আ.লীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সাকিব সিকদার (১০)। শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকায় তার নানার বাড়ির পাশে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।  নিহত সাকিব রুপগঞ্জের গোলাকান্দাইল এলাকার জিকু সিকদারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ। তিনি বলেন, ১৭-১৮ দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলার পাচঁরুখী গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে তার মা তাকে ব্লেড আনতে তাকে বাজারে পাঠায়। এরপর থেকে সাকিব আর বাড়ি ফেরেনি। এ দিকে শুক্রবার বেলা ১১টার দিকে তার নানার নতুন বাড়ির পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  তিনি আরও বলেন, সাকিবের সামান্য বাক প্রতিবন্ধিতা ছিল। মুখের কথা অস্পষ্ট ছিল। শিশুটি মাঝে মাঝে বেড়াতে আসলে নানার পুড়ির দোকানে কাজ করতো। মরদেহের গায়ে আঘাতের চিহ্ন ও খুন্তি ছ্যাঁকা দেওয়াসহ রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত