নারায়ণগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১০ মে ২০২২, ১২:৫১
গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তারা একই পরিবারের সদস্য।
দগ্ধদের ঢাকার হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) ভোর ৫টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরে পাইলট স্কুল এলাকায় একটি টিনসেড ঘরে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– আনোয়ার হোসেন (৪৫), রোজিনা বেগম (৪০) এবং তাদের দুই সন্তান রোহান (১৫) ও রোমান (১২)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে দগ্ধ অবস্থায় পাই। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠাই।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পারি গ্যাসের রাইজারের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটেছে।
মন্তব্য করুন