কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ০৬ মে ২০২২, ১৭:০০
কালিয়াকৈরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে পাঁচ জন।
শুক্রবার (৬ মে) বিকেলে সোয়া ৪টার দিকে উপজেলা খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা জুবাইদা পরিবহনটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া আন্ডারপাসের নিচ দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রাজধানী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জুবাইদা পরিবহনটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আমিনুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, দুই বাসের সংঘর্ষ হয়েছে। তবে কোনো যাত্রী মারা যাননি। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।
মন্তব্য করুন