নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ
ঢোলের তালে আইভীর বাড়িতে শিপুর উল্লাস

জাতীয় সংসদ, সিটি করপোরেশন, উপজেলা ও স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রত্যেক প্রার্থী নিজ নিজ কৌশলে নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়ে থাকেন। প্রার্থী ছাড়াও সমর্থকরা নির্বাচনি প্রচারণা চালান। ঠিক তেমনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ঢোলের তালে নেচে গেয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চেয়ারম্যানবাড়ী মাতিয়ে রেখেছেন বন্দর কলাগাছিয়ার বাসিন্দা শহিদ আলম শিপু। চেয়ারম্যানবাড়ী মেয়র পদে ফের নির্বাচিত ডা. সেলিনা হায়াৎ আইভীর নিজ বাসভবন।
রোববার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ভোট কেন্দ্রের ফলাফল আইভী যতই বেশি পাচ্ছেন ততই বাড়ছে আইভীর সমর্থকদের আনন্দ-উল্লাস। কেউ কেউ নৌকার বিশাল বহর নিয়ে বাড়িতে আসছেন। যেন উৎসবের নতুন রূপ নিয়েছে আইভীর বাসভবন। তবে সবার নজর কেড়েছে শিপুর নাচ। বাদ্য ও ঢাকের তালে নেচে গেয়ে মাতিয়ে রাখছেন শিপু। ‘নৌকা পাগল’ শিপু দাবি করেন, আইভীর পিতা আলী আহমেদ চুনকার হাত ধরে তিনি আওয়ামী লীগে এসেছেন।
শিপু বলেন, নৌকার প্রার্থী আইভী আপার জয়ে খুব ভালো লাগছে। নারায়ণগঞ্জে উন্নয়নের জয় হয়েছে, সামনে আরও উন্নয়ন হবে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ১৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩৪টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। সেখানে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১২১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৬৫ হাজার ৪৬৫ ভোট।
এফএ
মন্তব্য করুন