আরটিভি নিউজ
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২৩:২৮
ফিটনেস ক্লাব সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে : নৌ প্রতিমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শারীরিক ফিটনেস শারীরিক সুস্থতার পাশাপাশি মনের সুস্থতা তৈরি করবে, নৈতিকতাবোধ জাগ্রত হবে। চিত্তবিনোদন জোগাবে। ফিটনেস ক্লাব-শুধু যুবসমাজ নয়, সার্বিক সমাজ উন্নয়নে কাজ করবে।
রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীতে 'বলিউড ফিটনেস ক্লাবের' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আজকে যে বাংলাদেশ দেখছেন; সেটি তেমন ছিল না। সেটি বিবর্ণ ছিল। বিবর্ণ বাংলাদেশকে ১২ বছরে বর্ণিল অবস্থানে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বাহালুল হক চৌধুরী এবং মুম্বাইয়ের অভিনেতা রিজু প্রমুখ।
এফএ/এসকে
মন্তব্য করুন