Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ৩০ জুলাই ২০২১, ১৫ শ্রাবণ ১৪২৮

এবারও ঈদের জামাত হচ্ছে না শোলাকিয়ায়

ফাইল ছবি

করোনাভাইরাসের জন্য এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে না ঈদুল আজহার জামাত। আজ শুক্রবার (১৬ জুলাই) শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম গণমাধ্যমকে নিশ্চিত করেন বিষয়টি।

এ ব্যাপারে মোহাম্মদ শামীম আলম বলেন, বৃহস্পতিবার (১৫ জুলাই) ভার্চ্যুয়ালি ঈদগাহ কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবার ঈদের জামাতে লাখো মুসল্লির সমাগম হয়। এ কারণে করোনার সংক্রমণ রোধের কথা বিবেচনা করে এবার সেখানে ঈদুল আজহার জামাত না করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবার মসজিদেও ঈদের জামাত বড় পরিসরে অনুষ্ঠিত হবে না। শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে একাধিক জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে গত ঈদুল ফিতরেও শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ হয়নি।

এসআর/এম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS