Mir cement
logo
  • ঢাকা বুধবার, ১৯ মে ২০২১, ৫ জ্যৈষ্ঠ ১৪২৮

আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ২০:৩৪
আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২০:৩৭

২৩ জনকে কামড়ালো এক কুকুর, এলাকায় আতঙ্ক সৃষ্টি

২৩ জনকে কামড়ালো এক কুকুর, এলাকায় আতঙ্ক সৃষ্টি
ফাইল ছবি

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ৫ ঘণ্টার মধ্যে ২৩ জনকে কামড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছ এক পাগলা কুকুর। ঘটনাটি ঘটেছে শেরপুর জেলা শহরে। ভুক্তভোগীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে লছমুনপুরের কুসুম হাটি নামক জায়গা থেকে শুরু করে শহরের পূর্ব ও পশ্চিম শেরী, কসবা মহল্লায় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে কুকুরটি।

এ বিষয়ে স্থানীয় হাসপাতাল থেকে জানানো হয়েছে, কুকুরটি কারো হাতে, কারো পায়ে, কারো আবার পিঠে কামড়িয়েছে। সে যাকে যেভাবে পেয়েছে সেভাবেই কামড়িয়েছে। অনেকের কামড়ানোর স্থানে মাংস উঠে গেছে।

শেরপুর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন জানিয়েছেন, কুকুরটি কয়েক ঘণ্টার ব্যবধানে ২৩ জনকে কামড়িয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, কুকুরটি আটকের জন্য চেষ্টা করা হচ্ছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে ধারণা করছেন কুকুরটি হয়তো এলাকা ছেড়ে পার্শ্ববর্তী কোনো এলাকায় প্রবেশ করেছে। এছাড়া কুকুরটি আটকের জন্য পৌরসভার কনজারভেনসি শাখাকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানা গেছে।

এসআর/

RTV Drama
RTVPLUS