logo
  • ঢাকা শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ৩ বৈশাখ ১৪২৮

লকডাউনে বাড়ি ফিরতে গিয়ে লাশ হলেন ৪ জন

লকডাউনে বাড়ি ফিরতে গিয়ে লাশ হলো ৪ জন
লকডাউনে বাড়ি ফিরতে গিয়ে লাশ হলো ৪ জন

লকডাউন ঘোষণার পর গ্রামের বাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় চার জনের প্রাণহানির ঘটনা ঘটেছে ঢাকা-নবাবগঞ্জ সড়কের নবাবগঞ্জের তুলসীখালী সেতু এলাকায়। রোববার (৪ এপ্রিল) সকাল ৭টার দিকে ঘটেছে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি যাত্রীবাহী সিএনজিকে কাভার্ডভ্যান চাপা দিলে এ ঘটনা ঘটে। এসময় সিএনজিচালক উজ্জ্বল (২৭) ও তিন যাত্রীসহ চারজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছে, সিএনজি চালক উজ্জ্বলের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার মুগারচর এলাকায়। আর সিএনজিতে থাকা তিন যাত্রী রংপুর জেলার। তারা সকলে নবাবগঞ্জ থানা এলাকায় কৃষকের কাজ করতেন। সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা হওয়ায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন তারা।

এ ঘটনায় হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘাতক কাভার্ডভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তা আটক করা যায়নি।

এসআর/এম

RTV Drama
RTVPLUS