logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

এক লাখ বিপর্যস্ত মানুষকে এক বেলার খাবার দিলো শক্তি ফাউন্ডেশন

  আরটিভি নিউজ

|  ০৪ আগস্ট ২০২০, ১৫:৪২ | আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২১:২২
Segunbagicha
ত্যাগের মহিমায় উদ্দীপ্ত হয়ে প্রতি বছর দেশের মানুষ একসঙ্গে ঈদুল আযহা পালন করে থাকে ও একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। এ বছর করোনাভাইরাস এবং বন্যার  প্রাদুর্ভাবের কারণে এই ত্যাগের প্রয়োজনীয়তা হয়ে উঠেছে আরও অর্থবহ। 

বিষয়টিকে অনুধাবন করেই বেসরকারি সংস্থা (এনজিও) শক্তি ফাউন্ডেশনের কর্মীদের ঈদের বোনাসের একটি অংশ,  প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলসহ দানশীল ব্যক্তিবর্গের অনুদানের সমন্বয়ে গড়ে ওঠা তহবিল দিয়ে এই ঈদে এক লাখ ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া হয়। 

ঈদুল আযহা উপলক্ষে শক্তি ফাউন্ডেশন নিয়েছে “এক লক্ষ আহার, এক লক্ষ হাসি” নামের একটি মানবিক সহায়তা কার্যক্রম। এ উদ্যোগে প্রচার সহযোগিতায় ছিলো মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান রবি টেলিকম। 

সোমবার (৩ আগস্ট) দেশজুড়ে শক্তি ফাউন্ডেশনের ৩৯৬টি শাখার কর্ম এলাকায় এতিমখানা, প্রতিবন্ধী শিশুদের আশ্রম, বৃদ্ধাশ্রম এবং অসহায় নারীদের আশ্রমে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। 

এছাড়াও চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল, গাজীপুর, জামালপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, পাবনা, সিলেট, সুনামগঞ্জসহ শক্তির বিভিন্ন শাখা অফিসের এলাকায় দুর্গত মানুষের মাঝে বিশেষভাবে এই কর্মসূচি পালন করা হয়। সহায়তা করা হয়েছে ওইসব এলাকার অতি দরিদ্র ও করোনার কারণে উপার্জনহীন হয়ে পড়া মানুষও। 

এই কার্যক্রমে শক্তি ফাউন্ডেশন সম্পৃক্ত করেছে দেশ-বিদেশের আগ্রহী অনেককে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার ইচ্ছা রয়েছে প্রতিষ্ঠানটির।

এসজে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • ঢাকা এর সর্বশেষ
  • ঢাকা এর পাঠক প্রিয়