logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ৯ আশ্বিন ১৪২৭

সবার সহযোগিতায় নগরকে পরিষ্কার করতে পেরেছি: মেয়র আতিক

  আরটিভি নিউজ

|  ০৩ আগস্ট ২০২০, ১৯:১১ | আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৯:৪৭
mayor atik,
মো. আতিকুল ইসলাম
সকলের সহযোগিতায় সুন্দরভাবে নগরকে পরিষ্কার করতে পেরেছি। এজন্য পরিচ্ছন্নতা কাজে জড়িত সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ। বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (৩ আগস্ট) ডিএনসিসির পক্ষ থেকে পাঠানো ভিডিও বার্তায় মেয়র এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, এবার ব্যতিক্রমী ঈদুল আজহা ছিল। এখানে কোরবানির চ্যালেঞ্জ ছিল, করোনার চ্যালেঞ্জ ছিল, ডেঙ্গুর চ্যালেঞ্জ তো আছেই। এটা ছিল একটা চ্যালেঞ্জিং ঈদ। কিন্তু সকলের সহযোগিতায় আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দরভাবে নগরটাকে পরিষ্কার করতে পেরেছি।

মেয়র বলেন, আমরা প্রথম বারের মতো ডিজিটাল হাটে ৪০০ কোরবানি দেয়ার চেষ্টা করেছি। এখানেও অনেক চ্যালেঞ্জ ছিল। আমরা মনে করি ভবিষ্যতে আপনারা (নগরবাসী) আমাদের নির্ধারিত স্থানে পশু কোরবানি দিবেন। আমরা চাই সুন্দর ঢাকা শহর গড়তে। যে শহরে আপনাদের বাচ্চারা সুন্দর পরিবেশে বড় হবে। ঢাকা শহর পরিষ্কার করা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি ঢাকা শহরে কোনো ময়লা ফেলবো না, ঢাকা শহরের নিয়ম কানুন মেনে চলব।

এই শহর আমাদের আদরের শহর। আসুন সকলে মিলে সুন্দর ঢাকা গড়ে তুলি। সকলে নিরাপদ দূরত্ব মেনে চলি, নিরাপদে থাকি, সুস্থ থাকি।

এমকে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৩৯৫৩ ২৬২৯৫৩ ৫০৪৪
বিশ্ব ৩,১৮,২৪,৯০৮ ২,৩৪,২৭,৯১৮ ৯,৭৬,১৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • ঢাকা এর সর্বশেষ
  • ঢাকা এর পাঠক প্রিয়