• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo
এক হাতে চাপাতি আরেক হাতে কাটা হাত, সিসিটিভিতে লোমহর্ষক দৃশ্য
দাউদকান্দিতে পৌর বিএনপির দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কুমিল্লার দাউদকান্দিতে মিলাদ ও দোয়া মাহফিল করে দাউদকান্দি পৌর বিএনপি। পূর্বে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৬ আগস্ট) বেলা বিকেলে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদের রুহের মাগফেরাত,আহত ছাত্র জনতার সুস্থতা দেশ-জাতির মঙ্গল ও খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনে দেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে। খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবেন। তারেক রহমান দেশে ফিরে গণমানুষের কাণ্ডারি হবেন। পরে নেতা-কর্মীরা কেক কেটে একে  অপরকে কেক খাইয়ে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেন। দোয়া মাহফিলে দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহবায়ক কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন,কাউন্সিলর সালাউদ্দিন সরকার,কামাল হোসেন সরকার,সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার,পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকার,উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার ,পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী,আইরিন সরকার,শিল্পী আক্তার,রেবেকা সুলতানা,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।  
দাউদকান্দিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু 
পিস্তল হাতে ভিডিও ভাইরাল, যুবক গ্রেপ্তার
ফুটওভার ব্রিজ রেখে প্রাণের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার
‘শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রতিচ্ছবি শেখ হাসিনা’
দাউদকান্দিতে ২২ প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ
দাউদকান্দি উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে দাউদকান্দি উপজেলা ২২টি প্রাথমিক বিদ্যালয়ের প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদর প্রাঙ্গণে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেঞ্চ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা প্রকৌশলী আফসার হোসেন খন্দকার। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে উপজেলা পরিষদের মাধ্যমে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭২ জোড়া প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।  এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সিএনজি অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দিলেন আব্দুস সুবর
কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী আব্দুস সবুর বলেছেন, আজ থেকে অতীতকে অতীত হিসেবে দেখতে চাই। দেশের উন্নয়নে পিছনের কথা ভুলে ধারাবাহিকভাবে উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা এবং সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে নব নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সমৃদ্ধ দাউদকান্দি গড়ার লক্ষে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ নির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এমপি। এছাড়া শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নেয়ার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, তরুণ প্রজন্মসহ সকলকে আহবান জানান এমপি আব্দুস সবুর । তিনি সিএনজি অটোরিকশাসহ আঞ্চলিক সড়কে চলাচলকারী যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। দেশটা আমাদের সবার এবং এ দেশের উন্নতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগীতা করতে হবে যাতে দেশ ধ্বংসকারী বিএনপি-জামায়াত এই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে। আব্দুস সবুর আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখতে দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমে কোন ধরনের সহিংসতাবীহিন সুষ্ঠু সুন্দর ঐতিহাসিক নির্বাচনে দাউদকান্দি তিতাসের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন। তাই আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো। ‘নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা একে একে বাস্তবায়ন করা হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আরফাতুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়নকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।  অভিযোগ ওঠেছে, পাওনা টাকা আদায়ে ভুক্তভোগীরা তার উপর চড়াও হয়।  শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে  দাউদকান্দি বিশ্ব রোড এলাকায় কেন্দ্রীয় ঈদগার সামনে এ ঘটনা ঘটে তারিকুল ইসলাম নয়নের ওপর হামলার এ ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন হেঁটে আসার সময় ৪ থেক ৫ যুবক তার গতিরোধ করে কিল, ঘুষি ও লাথি মারে। পরে ওই ভাইস চেয়ারম্যান হেঁটে ঘটনাস্থল থেকে চলে যান। হামলার ঘটনা প্রসঙ্গে ভাইস-চেয়ারম্যান নয়ন বলেন, নির্বাচনে আমি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের পক্ষে কাজ করেছিলাম, এটাই আমার অপরাধ। এ কারণে নবনির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেবের কর্মীসমর্থকরা আমার ওপর হামলা করে। এ বিষয়ে আমি মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার  জানান, ভাইস চেয়ারম্যান যা বলছে তা মিথ্যা কথা। আওয়ামী লীগের কর্মী বা সমর্থকেরা তার ওপর হামলা করেনি। ব্যক্তিগত শত্রুতার কারণে কে বা কারা তার ওপর হামলা করেছে, আর দোষ দেয়া হচ্ছে নৌকার কর্মী সমর্থকদের ওপর। তবে এলাকাবাসীর অভিযোগ, পাওনা টাকা আদায়ে ভুক্তভোগীরা তারিকুল ইসলাম নয়নের উপর চড়াও হয়। এ বিষয়ে ভুক্তভোগী মঞ্জু  জানান, আমি রাজমিস্ত্রীর কাজ করি। নয়ন আমাকে ঠিকাদারি কাজ পাইয়ে দিবে বলে,আমার কাছ থেকে ৩ লাখ টাকা নেয়। ঠিকাদারী কাজ না দিয়ে উল্টো পাওনা টাকা চাইতে গেলে তারিকুল ইসলাম নয়ন আমাকে প্রাননাশের হুমকি দিত। ভুক্তভোগী মন্জু কান্নাজড়িত কন্ঠে আরও বলেন,আমি দরিদ্র মানুষ। দিন এনে দিন খাই। অনেক কষ্টে সুদে লাভে টাকা এনে নয়নকে দিয়েছিলাম।  গত শুক্রবার আমি তার কাছে পাওনা টাকা ফেরত চাইলে,নয়ন প্রথমে আমাকে মারধর করে।  পরে আমার চেনাপরিচিতরা আমাকে রক্ষা করতে এগিয়ে আসে। এ ঘটনার অনেকে সাক্ষী আছে।