logo
  • ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২০, ১৬ চৈত্র ১৪২৬

করোনাভাইরাস : গুজব ছড়ানো সেই চিকিৎসক যুবদল নেতা আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম
|  ২২ মার্চ ২০২০, ০৮:৫৪ | আপডেট : ২২ মার্চ ২০২০, ০৯:০৩
করোনাভাইরাস : গুজব ছড়ানো সেই চিকিৎসক যুবদল নেতা আটক
চট্টগ্রামে করোনাভাইরাসে মানুষের মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর দায়ে পুলিশের হাতে আটক হয়েছেন ইফতেখার আদনান নামে এক চিকিৎসক। তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। 

শনিবার (২২ মার্চ) পাঁচলাইশের একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ জানান, করোনার কারণে বাংলাদেশে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং সরকার সেই তথ্য গোপন করছে উল্লেখ করে একটি অডিও ক্লিপ তৈরি করেন ডা. ইফতেখার আদনান। জনমনে ভীতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে ইফতেখার আদনান এ অডিও ক্লিপ তৈরি করেন। 

ডা. ইফতেখার আদনান নগরের দুই নম্বর গেইট মেয়র গলির বাসিন্দা। তিনি ইউএসটিসি মেডিকেল থেকে এমবিবিএস পাস করে আবুল খায়ের গ্রুপ ও মেডিকেল সেন্টার নামে একটি ক্লিনিকে কর্মরত আছেন। 

পুলিশ আরও জানিয়েছে, ইফতেখার আদনান পুলিশের কাছে স্বীকার করেছেন অডিওটি তিনি তৈরি করেছেন। এই অডিওটি পরে মালয়েশিয়া থেকে ভাইরাল হয়। এর সাথে আর কে জড়িত সেটিও খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএস

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৮ ৩০
বিশ্ব ৭২১৫৮৪ ১৪৯১২২ ৩৩৯৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • চট্টগ্রাম এর সর্বশেষ
  • চট্টগ্রাম এর পাঠক প্রিয়