নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন
০৭ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৩
আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২৩:৪১
আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২৩:৪১
বর্তমান বিশ্বে শিক্ষার কোনো বিকল্প নেই: মোরশেদ আলম (ভিডিও)
বর্তমান বিশ্বে শিক্ষার কোনো বিকল্প নেই; এমন মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি। তিনি বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে, যত বেশি সম্ভব জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে।
শনিবার নোয়াখালীর সেনবাগে আইডিয়াল হাইস্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, শিক্ষিত জাতি গড়তে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। উপবৃত্তি, মিড ডে মিলসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল আলম দিপুসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর দিঘিরজান বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন আলহাজ মোরশেদ আলম এমপি।
পি