Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাঢ় ১৪২৮

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ১৯:৫৮
আপডেট : ০৪ জুন ২০২১, ২০:১৮

ইমাম নিয়োগ নিয়ে জুমার ওয়াক্তে হামলা

জেলার মানচিত্র

ফেনীর সোনাগাজীতে ইমাম নিয়োগ নিয়ে বিরোধের জেরে এক ইউপি সদস্যের নেতৃত্বে মসজিদের ভেতর হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদের মুয়াজ্জিনসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) দুপুর একটার দিকে জুমার নামাজের সময় উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারী গ্রামের আজগর ব্যাপারী জামে মসজিদে ঘটে এ ঘটনা।

আহতরা হলেন- মসজিদের মুয়াজ্জিন মো. মোশারফ হোসেন, তার মা শরীফা খাতুন, মসজিদের মতোয়াল্লি মো. শাহ আলম, লোকমান হোসেন ও জামাল উদ্দিন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ছয় হাজার টাকা বেতনে দীর্ঘ ১৪ বছর যাবত ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন মাও. মো. নূরুল আবছার। হঠাৎ বেতন বাড়ানোর কথা বলায় বেতন বাড়াননি মসজিদ পরিচালনায় নিয়োজিত সদস্য মতোয়াল্লি মো. শাহ আলম ও লোকমান হোসেন। পরে নূরুল আবছার ইমামতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে গত ৩১ মে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন।

এদিকে পদত্যাগের পরদিন ১ জুন মসজিদের মতোয়াল্লিরা আলোচনাক্রমে মাও. আবদুর রহমান নামে একজনকে ইমাম হিসেবে নিয়োগ দেন। শুক্রবার তিনি জুমার নামাজ পড়াতে মসজিদে গেলে ইউপি সদস্য বেলাল হোসেন, আবুল কালাম প্রকাশ কালা, সাইফুল ইসলাম, হৃদয়, মো. শাকিল, পদত্যাগী ইমাম নূরুল আবছার, বোরহান উদ্দিন পলাশ ও এনামুল হকসহ ১৫-২০ জন মতোয়াল্লি, মুয়াজ্জিনসহ মুসল্লিদের উপর হামলা করেন।

এ ব্যাপারে মুয়াজ্জিন মোশারফ হোসেন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইউপি সদস্য বেলাল হোসেন তার নেতৃত্বে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হামলাকারীদের থেকে মুসল্লিদের রক্ষা করে আশ্রয় দিয়েছেন। গ্রামের সবার দানে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের নামে ৪ একর ৯৯ শতক জমি ওয়াকফ্ আছে। অথচ মতোয়াল্লিরা একক সিদ্ধান্তে নতুন ইমাম নিয়োগ দিয়েছেন। তাই গ্রামের লোকজন উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

এসআর/

RTV Drama
RTVPLUS