logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২ বৈশাখ ১৪২৮

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২১, ১৭:২৫
আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৭:৩৩

চট্টগ্রামে করোনায় রেকর্ড সংক্রমণ

চট্টগ্রামে করোনায় রেকর্ড সংক্রমণ

প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। দেশের যে কয়েকটি স্থানে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত তার মধ্যে অন্যতম চট্টগ্রাম নগরী। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১৮ জন এবং মারা গেছেন একজন।

শুক্রবার (০২ এপ্রিল) জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ৯টি ল্যাবে ২ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত হিসেবে ৫১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪৩৬ জনই নগরীর বাসিন্দা।

৮২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলার মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ২৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এরপর রাঙ্গুনিয়ায় ১০ জন আক্রান্ত পাওয়া গেছে। বাকি উপজেলার প্রতিটিতে সংক্রমণ এর চেয়ে কম।

চট্টগ্রামে এ নিয়ে ৪০ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে নগরীতে ৩২ হাজার ৪৯৮ জন এবং উপজেলায় ৮ হাজার ৩০৩ জন। গত ২৪ ঘণ্টায় একজনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৩৮৯ জন। এর মধ্যে নগরীতে ২৮৫ জন এবং উপজেলায় ১০৪ জন।

আরএস/এফএ

RTV Drama
RTVPLUS