logo
  • ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩ আশ্বিন ১৪২৭

সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান চসিক প্রশাসক সুজন

  আরটিভি নিউজ

|  ০৪ আগস্ট ২০২০, ১৯:৩৪ | আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৯:৫৮
Khorshed Alam Sujan
খোরশেদুল আলম সুজন
নগরের বয়জ্যেষ্ঠ, সাবেক মেয়র, নগর পরিকল্পনাবিদসহ সবাইকে সাথে নিয়ে বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদুল আলম সুজন।

আজ মঙ্গলবার দুুপুরে চট্টগ্রাম মহানগরীর কর্নেল হাটস্থ নিজ বাসভবনে সাংবাদিকদেরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

খোরশেদুল আলম সুজন বলেন, দায়িত্বপালনকালে সিটি করপোরেশনকে দলীয় কার্যালয় নয়, জনসাধারণের কার্যালয় বানাবেন তিনি। স্বল্প সময়ে নগরীর রাস্তাঘাট সংস্কার, ফুটপাত দখলমুক্ত সহ সকলে মিলিয়ে মানবিক সবুজ শহর গড়ে তুলবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি। 

আ জ ম নাছির চট্টগ্রামের মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ২০১৫ সালে ৬ অগাস্ট। সে হিসাবে এ সিটির বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে ৫ অগাস্ট বুধবার। 

মেয়াদপূর্তির ১৮০ দিনের মধ্যে এ সিটির নির্বাচন করতে ২৯ মার্চ ভোটের তারিখ রেখে তফসিল দিয়েছিল ইসি। কিন্তু মহামারীর কারণে ভোটের সপ্তাহ খানেক আগে ২১ মার্চ তা স্থগিত করা হয়।

মেয়র নাছিরের মেয়াদ শেষের একদিন আগেই আজ মঙ্গলবার সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খোরশেদুল আলম সুজন।

এসজে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • চট্টগ্রাম এর সর্বশেষ
  • চট্টগ্রাম এর পাঠক প্রিয়