Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ০৭ মে ২০২১, ২৪ বৈশাখ ১৪২৮

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ২১:২৩
আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:২৬

জমির জন্য বাবাকে নির্মমভাবে খুন করলো ছেলে!

জমির জন্য বাবাকে নির্মমভাবে খুন করলো ছেলে!
জমির জন্য বাবাকে নির্মমভাবে খুন করলো ছেলে!

জমিজমা বণ্টন বিরোধের জেরে ছেলের শাবলের কোপে বাবা খুন হয়েছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। বরগুনা সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে ঘটেছে এ ঘটনা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে বাবা আয়নাল মীর ও ছোট ছেলে জামাল মীরের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলের শাবলের কোপে খুন হয় বাবা। বাড়ির অন্যান্য সদস্যরা কৃষি জমিতে কাজ করছিল। আয়নাল মীরের ডাক চিৎকারে সবাই ছুটে আসলে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

আয়নাল মীরের বড় ছেলে কালাম মীর জানান, দীর্ঘদিন ধরে ৩ ভাইয়ের মধ্যে জমিজমা বণ্টনের ঝামেলা ছিল, তার জের ধরে জামাল এ ঘটনা ঘটিয়েছে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে সদর হাসপাতালের সামনে থেকে জামালকে আটক করেছি আমরা। সে তার বাবাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআর/

RTV Drama
RTVPLUS