আরটিভি নিউজ
আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৮:৩৪
ইউপি মেম্বারের বাড়ি থেকে ফেরার সময় ‘গণধর্ষণের’ শিকার!

ইউপি সদস্যের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার সময় এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নে। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ইউপি সদস্য (মেম্বার) নিলুফা বেগমের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার সময় এক নারীকে তিনজন মুখ চেপে পাশের একটি বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে যায় ধর্ষণকারীরা।
শুক্রবার (২ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার ওই নারীকে থানায় নিয়ে যান ইউপি সদস্য দুলাল সিকদার ও নিলুফা বেগম। দুলাল সিকদার বলেন, বিষয়টি জানার পর আমরা ভুক্তাভোগীকে থানায় নিয়ে এসেছি। এছাড়া ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ বলেন, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে আইনি ব্যবস্থার জন্য থানায় যাওয়ার কথা বলেছি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মামুন বলেছেন, বিষয়টি শুনেছি তবে এখনো মামলা রজু হয়নি।
এসআর/