• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে আরও ৩৪ জন করোনায় আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২০, ১৪:১১
Shariatpur
ছবি সংগৃহীত

শরীয়তপুরে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৯৫৪ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ২১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ছয়জন।

এছাড়া জেলায় বর্তমানে সক্রিয় করোনা পজিটিভ রোগী আছেন ২২৩ জন। এদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ১৭ জন, জাজিরা উপজেলায় চারজন, নড়িয়া উপজেলায় আটজন, ভেদরগঞ্জ উপজেলায় তিনজন, ডামুড্যা উপজেলায় দুইজনসহ জেলায় গেল ২৪ ঘণ্টা করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৪ জন।

এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ছয় হাজার ২৫০ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ছয় হাজার ১৩৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে। তার মধ্যে করোনা পজিটিভ এসেছে ৯৫৪ জন। এছাড়া জেলায় সর্বমোট সুস্থ হয়েছে ৭২৫ জন রোগী।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন এস. এম আব্দুল্লাহ্ আল-মুরাদ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh