• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় নির্বাহী অফিসারসহ আরও ৬০ জন করোনায় আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জুলাই ২০২০, ১৭:৩৯
নওগাঁয় নির্বাহী অফিসারসহ আরও ৬০ জন করোনায় আক্রান্ত

নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা ও ১২ জন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৮৩৯ জন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২০ জুলাই) রাতে আইইডিসিআর থেকে ১৬ ও ১৮ তারিখের ২০১টি নমুনার ফলাফলের আসে। এর মধ্যে পোরশা উপজেলার নির্বাহী অফিসার ও ১২জন স্বাস্থ্যকর্মীসহ ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২১ জন, সাপাহারে ১০ জন, পোরশার নির্বাহী অফিসারসহ ৯ জন, নিয়ামতপুরে ৯ জন, বদলগাছীতে ৪ জন, মহাদেবপুরে ৩ জন, পত্নীতলায় ২ জন ও মান্দায় ২ জন রয়েছে। এছাড়াও আক্রান্ত সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে হোম আইসোলেশন ও হাসপাতালে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh