• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কালীগঞ্জ পৌরসভায় লকডাউন শুরু

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২০, ১৩:২৬
Corona Lockdown Kaliganj
ছবি সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এলাকাভিত্তিক লকডাউন শুরু করেছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার সময় কালীগঞ্জ শহরের দুই নম্বর ওয়ার্ড (কলেজপাড়া), তিন নম্বর ওয়ার্ড (ফয়লা আলু পট্টি) এবং পাঁচ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তপুর (বনানীপাড়া) এই তিনটি এলাকা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়। ওই তিনটি এলাকার মোড়ের রাস্তায় বাঁশ বেধে বন্ধ করা হয়েছে।

আগামী সাত দিন প্রাথমিকভাবে এলাকা লকডাউন থাকবে। এ সময় ওই এলাকা থেকে কেউ বেরুতে বা প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। লকডাউনকৃত এলাকায় পৌরসভার স্বেচ্ছাসেবক দল কাজ করবে। আগামীতে শহরের অন্যান্য এলাকার কয়েকটি স্থানে পর্যায়ক্রমে লকডাউন করা হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরীন, কালীগঞ্জ পৌরসভার সচিব আব্দুল্লা আল-মাসুম, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভাবে সন্তান দত্তক, পরিবারের কাছে ফিরিয়ে দিলো প্রশাসন
উপজেলা প্রশাসনের আয়োজনে কাপাসিয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
X
Fresh