• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে করোনায় আ.লীগ নেতাসহ দুজনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২০, ১২:৪৭
Two people including A-League leader were killed in Gopalganj
ছবি সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা (৪৮) ও কাশিয়ানী সদরের ওষুধ ব্যবসায়ী মাহফুজ মোল্লা (৬০)।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ১২ জুলাই রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজার শরীরে করোনা শনাক্ত হয়। এ দিনই তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরে স্বজনরা তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করে। বুধবার রাত নয়টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ জানান, কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধ ব্যবসায়ী পোনা গ্রামের মাহফুজ মোল্লার শরীরে আজ বুধবার করোনা শনাক্ত হয়। রাত ১১ টার দিকে পোনাগ্রামের নিজ বাড়িতে তার শারীরিক অবস্থার হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা-বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মাত্র ২ ঘণ্টার ব্যবধানে কাশিয়ানীতে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh