• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পানি কমলেও ভাঙন আতংকে তিস্তাপাড়ের মানুষ

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

  ১৬ জুলাই ২০২০, ১০:০৩
The people of Tistapar are terrified of destruction
ছবি: সংগৃহীত

উজানের ঢল ও ভারি বর্ষণে লালমনিরহাটে তিস্তার পানি টানা চারদিন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ তা কমে গিয়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের। এছাড়া বিভিন্নস্থানে ভাঙন দেখা দেয়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তা পাড়ের মানুষ।

এর আগে গত ১০ জুলাই রাত থেকে তিস্তার পানি পঞ্চম দফায় বৃদ্ধি পেয়ে ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ৯০ চরের অন্তত লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়ে। বর্তমান তিস্তার পানি প্রবাহ কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে বন্যাদূর্গত এলাকায় বানভাসিদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, বন্যা কবলিত মানুষের মাঝে ১১শ’ ৯০ মেট্রিক টন চাল ও ২২ লাখ ২৫ হাজার ৭শ’ টাকা বরাদ্দ দেয়া হয়েছে । এছাড়াও ৩ হাজার বানভাসিদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসিদের আগে নিজের ঘর দুর্নীতিমুক্ত করতে বললেন দুদক চেয়ারম্যান
চারদিনের ডিসি সম্মেলন শুরু রোববার, উত্থাপন হবে ৩৫৬ প্রস্তাব
চাঁদপুরে জাটকা নিধনরোধে জেলা টাস্কফোর্স কমিটির সভা
গাইবান্ধার জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
X
Fresh