• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনা: শরীয়তপুরে নতুন ২৩ রোগী শনাক্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০২০, ০৯:০৩
Corona: 23 new patients identified in Shariatpur
ছবি সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় শরীয়তপুরে নতুন করে আরও ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৪৩ জন। এছাড়া জেলায় নতুন করে আরও ২২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৮ জন, জাজিরা উপজেলায় ৪ জন, নড়িয়া উপজেলায় ১ জন, ভেদরগঞ্জ উপজেলায় ৭ জন, ডামুড্যা উপজেলায় ২ জন, গোসাইরহাট উপজেলায় ১ জন রয়েছেন।

এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৬ হাজার ১৫ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ৮৯৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে। তার মধ্যে করোনা পজিটিভ এসেছে ৮৪৩ জন এবং গেল ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। জেলায় মোট সুস্থ হয়েছে ৬৪১ জন রোগী।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে সাতটার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন এস. এম আব্দুল্লাহ্ আল-মুরাদ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
করোনায় আরও একজনের মৃত্যু
তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে দাখিলের নির্দেশ 
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh