• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে আরও  ৬৫ জন করোনায় আক্রান্ত 

স্টাফ রিপোর্টর, রাজশাহী

  ১৬ জুলাই ২০২০, ০৮:৩২
Rajshahi
ছবি সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে মহানগরীর ৪৪ জনসহ জেলার ৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বুধবার রাতে জানান, নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহী মহানগরীতে ৪৪ জন রয়েছে। এছাড়া পবা উপজেলায় ১১ জন, বাঘা উপজেলায় ৩ জন, দুর্গাপুর উপজেলায় ৩ জন, গোদাগাড়ী উপজেলা, চারঘাট উপজেলায় একজন করে করোনা আক্রান্ত হয়েছে। জেলায় মোট মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৯২৬ জনে। এর মধ্যে রাজশাহী মহানগরে ১ হাজার ৫০২ জন।

এদিকে সিভিল সার্জনের এনামুল হক জানান, রাজশাহী জেলায় মোট করোনা আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছে ১৫০২ জন। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৪০, চারঘাটে ৩৭, পুঠিয়ায় ২১, দুর্গাপুরে ২৭, বাগমারায় ৪৬, মোহনপুরে ৬৩, তানোরে ৫৫, পবায় ১১০ এবং গোদাগাড়ীতে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়।

তিনি আরও জানান, বুধবার পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৫৬ জন। আর এ পর্যন্ত করোনায় রাজশাহী জেলায় মারা গেছেন ১৫ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh