• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনা : জয়পুরহাটে আরও ৪৫ জন শনাক্ত  

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২০, ২০:০০
Corona: 45 more identified in Joypurhat
করোনা : জয়পুরহাটে আরও ৪৫ জন শনাক্ত  

জয়পুরহাটে আরও ৪৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এনিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৫ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৩ জন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অফ রেফারেল সেন্টার থেকে রিপোর্টে ৩৬২ জনের নমুনা পরীক্ষায় ৩১৭ জনের নেগেটিভ হলেও ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং দুইজনের ফলোআপ রিপোর্টে পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।

জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, ৩৬২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে এর মধ্যে ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কিছু আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইন্সটিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশনে (সেফ অতিথিশালা) থাকবে এবং কিছু নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টিনে থেকে স্বাস্থ্য বিভাগের পরামর্শ মতো চিকিৎসা নিবে।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন সেলিম মিঞা বলেন, একদিকে নমুনা পরীক্ষার ফল পেতে দেরি হচ্ছে, আবার যারা নমুনা পরীক্ষার জন্য দিচ্ছেন তাদের বেশির ভাগই বাইরে ঘোরাফেরা করছে। ফলে সংক্রমণের সংখ্যা বাড়ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh