• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জয়পুরহাটে ওষুধের দোকান থেকে নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার, আটক ৫

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২০, ০৯:০৯
Joypurhat shop
ছবি সংগৃহীত

জয়পুরহাটের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী সালমা ফার্মেসির মালিক আবুল কালাম আজাদসহ (৬০) পাঁচজন মাদকসেবিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে শহরের সালমা ফার্মেসিতে নিষিদ্ধ ট্যাবলেট টাপেন্টাডল বিক্রির সময় হাতে-নাতে তাদের আটক করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট জেলার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, জয়পুরহাট শহরের সালমা ফার্মেসিতে আবুল কালাম আজাদ দীর্ঘদিন থেকে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে ওঁত পেতে থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ। এক সময় তার দোকানে চারজন মাদকসেবী এসে টাপেন্টাডল ট্যাবলেট কেনার সময় হাতেনাতে ধরে ফেলে তারা। এ সময় সালমা ফার্মেসি থেকে ৫২টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে আবুল কালাম আজাদ এবং চার মাদকসেবীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত অন্যরা হলেন জয়পুরহাট সদরের তাজুর মোড় এলাকার সেলিম হোসেন (৩৮),পাঁচুরচকের রায়হান হোসেন, দোগাছীর সেলিম রেজা (২৮) ও সাহেবপাড়ার মুশফিকুর রহমান ওরফে টিটন (২২)।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল ভিসায় এয়ারপোর্টে ধরা, দালালের বাড়িতে ৬ যুবক
রোজায় বিনা পয়সায় যে হোটেল সেহরি-ইফতার করায়
হাতিয়ায় হেলমেট বাহিনীর তাণ্ডব, ব্যবসায়ীর দোকান ভাঙচুর
সারের দোকানে ১০ লাখ টাকার মালামাল চুরি
X
Fresh